
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা উপজেলা সদরের বাজার প্রাঙ্গনে শনিবার সকাল ১১ টায় উম্মে হাবিবা খুশি ও অর্ডি সংস্থার যৌথ অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।
অর্ডি সংস্থার সভাপতি শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় ইউপি সদস্যা লালবানু বকুল, ইউপি সদস্য আরমান হোসেন, আনিছুর রহমান সরদার, ডাঃ ময়না, আব্দুস সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লন্ডন প্রবাসী উম্মে হাবিবা খুশী প্রতিবছর দুঃস্থ শিক্ষার্থীদেরকে তার নিজস্ব অর্থায়নে শিক্ষাবৃত্তি বিতরন করে আসছেন।