
আর.কে.বাপ্পা দেবহাটা :
দেবহাটা উপজেলা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ বুধবার বিকাল ৫ টায় দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ সিংহের সাথে এক মতবিনিময় ও নবনির্বাচিত নেতৃবৃন্দের কমিটি অনুমোদনের কপি হস্তান্তর করেন।
জানা গেছে, দেবহাটা উপজেলা বাংলাদেশ প্রাথঃ বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি যার রেজিঃ নং- এস ১২০৬৮ ইতিমধ্যে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকামন্ডলীর উপস্থিতিতে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গঠনের পরে সাতক্ষীরা জেলা কমিটি কর্তৃক সুপারিশের মাধ্যমে গত ১৮-০৮-১৫ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসরিন সুলতানা উক্ত কমিটি অনুমোদন করেন। বুধবার উক্ত কমিটি উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় উপজলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ সিংহ, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক সাইফুল্লাহ আল-তারিক, সহ সাধারন সম্পাদক আবদার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দীন, দপ্তর সম্পাদক ইমাদুল হক, সাংবাদিক হারুন-অর রশিদ সহ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে সকলের সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি শিক্ষকদেরকে শিক্ষার্থীদেরকে নিয়মিত পড়াশুনা প্রতি মনোযোগী করতে সকলকে আহবান জানান।