দেবহাটায় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


572 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগস্ট ৯, ২০১৫ দেবহাটা
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা দেবহাটা :
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগষ্ট পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা ও দেবহাটা থানার ওসি আজিজুল হক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, সখিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া বেগম, প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।