
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় বিআরডিবির সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ উপলক্ষ্যে সোমবার সকাল ১১ টায় বিআরডিবির নিজস্ব অফিস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিআরডিবির চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন ও দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা অহিদ মুরাদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, জুনিয়র অফিসার কানাই মন্ডল, সাংবাদিক সুমন বাবু, সাংবাদিক হারুন-অর রশিদ, সমবায়ীদের মধ্যে মিজানুর রহমান, আব্দুর রশিদ, অনীল কৃঞ্চ, জুলফিকার আলী প্রমুখ।
বক্তারা বৃক্ষ রোপনের মাধ্যমে এক সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে আহবান জানান এবং আবহাওয়ার বিরুপ প্রভার মোকাবেলায় বেশী বেশী গাছ লাগানোর জন্য তাগিদ দেন। এসময় সকল সমবায়ীদের মাঝে নারকেল গাছের চারা বিতরণ করা হয়।