
আর.কে.বাপ্পা, দেবহাটা ::
“বঙ্গবন্ধু ক্ষুদ্রঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন” স্লোগানকে সামনে রেখে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে।
সোমবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইনেনর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ও উপজেলা তাঁতীলীগের আহবায়ক হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মঈনুল হাসান, শেখ মাহাবুবুর রহমান, অনিক ব্যবসায়িক সমিতির পরিচালক আবু সাঈদ, ডাঃ ওহিদুজ্জামানসহ বিভিন্ন সমিতির সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।