
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটা উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দেবহাটা বিবিএমপি পাইলট হাইস্কুলে বুধবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী উপজেলা বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা’১৬ সম্পন্ন হয়েছে। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ভাষাও সাহিত্য, দৈন্দিন বিজ্ঞান/বিজ্ঞান, গনিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ এই ৪ টি বিষয়ে উপজেলার মধ্যে ১২ মেধাবী শিক্ষার্থী বাছাই উপলক্ষ্যে উক্ত সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ে ৬ষ্ঠ থেকে ৮ম ও ৯ম থেকে ১০ম এবং কলেজ পর্যায়ে একাদশ ও দ্বাদশ পর্যায়ে মোট ৩ টি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগীতায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন, সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, প্রধান শিক্ষক মদন মোহন পাল সহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।