
আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটার জনপদে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা প্রকট হওয়ায় প্রশাসনের অভিযান চলমান রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে সাধারন মানুষ স্বাস্থ্য বিধি না মেনে চলার কারনে স্বাস্থঝুকি ক্রমাগত বাড়ছে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞবৃন্দ। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক দেবহাটা উপজেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে এই অঞ্চলের জনপদের সাধারন মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার নানামুখি কর্মসুচি পালন করে আসছে। বর্তমানে পূর্বেব তুলনায় করোনার প্রাদুর্ভাব কমার কোন লক্ষন দেখা যাচ্ছেনা। এ যাবৎ দেবহাটা উপজেলায় করোনা পজেটিভ নিয়ে ০৪ জনের মৃত্যু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্র মতে জানা গেছে। তার মধ্যে দেবহাটা উপজেলা চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ্ব আঃ গনি ও দেবহাটা উপজেলার আওয়ামী যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান (কান্ত) এর করোনা পজেটিভ নিয়ে মৃত্যু হলেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যে। উপজেলাধীন দৈনন্দিন ও সাপ্তাহিক হাটবাজার গুলিতে লোক সমাগম স্থলে অনেকের মুখে মাস্ক দেখা যায়না। তাছাড়া সামাজিক দূরত্বের কোন চিহ্ন থাকেনা। দেবহাটা স্বাস্থ্যবিভাগ থেকে জানা যায়, গত ২৩ আগষ্ট ২০২০ ইং পর্যন্ত দেবহাটায় এ যাবৎ করোনার উপসর্গ নিয়ে টেস্টে পাঠানো হয় ২৬০ জনের নমুনা। এরমধ্যে রিপোর্ট পজেটিভ আসে ৭২ জনের আর চিকিৎসায় সুস্থ হয় ৫৮ জন। তাদের মধ্যে আইসোলেশনে আছেন ১০ জন এবং দেবহাটায় মৃত্যু হয়েছে ৪ জনে মানুষের। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। অন্যদিকে গনপরিবহন বাসে স্বাস্থ্যবিধি না মানায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশনায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন গত ৯ আগষ্ট রবিবার কয়েকদিন আগে সাতক্ষীরা মেট্রো জ-১১-১৩৫৮ নং এর একটি যাত্রীবাহী বাসকে ২ হাজার ৭ শত টাকা জরিমানা করেন। এছাড়া দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলামও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশনায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী ভাড়া আদায়, নির্ধারিত যাত্রীর চেয়ে বেশী যাত্রী বহন এবং স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি মামলায় ২ হাজার ১ শত টাকা জরিমানা আদায় করেন। এছাড়া ভ্যান গাড়ী, মটর সাইকেল, ইজিবাইক ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি না মানায় পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন জানান, করোনাকালীন এই দূর্যোগ মূহুর্তে সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন সাধ্যমত কাজ করছে। ঘরে ঘরে প্রধানমন্ত্রীর দেয়া ত্রান সামগ্রী পৌছানো, করোনা পজিটিভ রোগীদের লকডাউন করে তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ত্রান দেয়াসহ সকল প্রকারের সেবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম যোগদানের পর থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারের দেয়া সকল দায়িত্ব যথাসম্ভব দায়িত্ব পালন করে মানুষের সেবা দেয়ার কাজ করছেন উল্লেখ করে জানান, তিনি ইতিমধ্যে কয়েকটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানার জন্য সাধারন মানুষকে উদ্বুদ্ধ করছেন।