দেবহাটায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা


432 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা
ফেব্রুয়ারি ১৬, ২০১৬ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটার বহেরায় ড্রাইভারদের পাল্লাপাল্লিতে সড়ক দূর্ঘটনা এবং এক স্কুল ছাত্রী নিহতের ঘটনায় দেবহাটা থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। যার একটি মামলার বাদী হয়েছেন দেবহাটা থানার এএসআই গোলাম ছরোয়ার এবং অপর একটি মামলার বাদী হয়েছেন দূর্ঘটনা কবলিত বাসটির মালিক সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাজারগ্রাম কাশেমপুরের মৃত হারেজ আলীর ছেলে শেখ সরোয়ার।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার বহেরা বাজার এলাকায় দুটি যাত্রীবাহী বাস ড্রাইভারদের পাল্লাপাল্লিতে দুই ৮ম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রীকে চাপা দেয়া এবং তাতে সুমাইয়া নামের ছাত্রীটির মৃতু্যুর ঘটনায় ঐ ঘাতক বাসটির ড্রাইভার ও হেলপারকে আসামী করে দেবহাটা থানার এএসআই গোলাম ছরোয়ার বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। যার নং-০৫, তাং-১৬-০২-১৬ ইং। এদিকে ঐ বাসটির মালিক শেখ সরোয়ার বাদী হয়ে দ্রুত বিচার আইনে দেবহাটা থানায় ৩২ জনের নাম উল্লেখ করে একটি পৃথক মামলা দায়ের করেছেন। মামলার আরজীতে বাদী তার ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে উল্লেখ করেছেন। মামলা নং- ০৬, তাং- ১৬-০২-১৬ ইং।