দেবহাটায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারী আটক


59 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারী আটক
মে ২৪, ২০২৩ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা ::

দেবহাটা থানা পুলিশের অভিযানে ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারী গ্রেফতার আটক হয়েছে। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২৩/০৫/২০২৩ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজুর রহমান ও এএসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার সখিপুর ইউনিয়নের সখিপুর মোড়স্থ সাতক্ষীরা টু শ্যামনগরগামী মহাসড়কের পাশে সখিপুর পরিবহন কাউন্টারের সামনে থেকে ১১ টি ভারতীয় ইয়ারগানসহ সাতক্ষীরা সদরের মাগুরা (লাবসা) গ্রামের নুর ইসলামের ছেলে আসামী ইমদাদুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেন। এবিষয়ে এসআই হাফিজুর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ১৩, তাং- ২৩-০৫-২৩ ইং। আসামীদেরকে ইং ২৪/০৫/২৩ ইং তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।