দেবহাটায় ২৬ মার্চসহ বিভিন্ন বিষয়ে মুক্তিযোদ্ধাদের সভা


494 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় ২৬ মার্চসহ বিভিন্ন বিষয়ে মুক্তিযোদ্ধাদের সভা
মার্চ ১০, ২০১৮ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনির আয়োজনে আগামী ২৬ মার্চ, মুক্তিযোদ্ধা যাদুঘর নির্মান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের কাজ তদারকী করাসহ বিভিন্ন বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। সভায় অন্যান্যের মধ্যে প্রাক্তন উপজেলা কমান্ডার জামশেদ আলম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ নফর বিশ^াস, মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার আব্দুর রউফ, দেবহাটা সদর ইউনিয়ন কমান্ডার কাজী ইদ্রিস আলী, সখিপুর ইউনিয়ন কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হারুন-অর রশিদ সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালনে করনীয় নির্ধারন, উপজেলার পারুলিয়া শহীদ কাশেম পার্কে মুক্তিযোদ্ধা যাদুঘর নির্মান করা, উপজেলা সদরে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের কাজ তদারকী করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় সকল মুক্তিযোদ্ধাবৃন্দ মুক্তিযোদ্ধাদের কল্যানে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে যেন মুক্তিযোদ্ধাদের কল্যানের কাজ প্রসারিত করা হয় সেদিকে সুনজর দিতে সরকারের দৃষ্টি আকর্ষন করেন।