দেবহাটায় ৪ হাজার জাল টাকাসহ এক ব্যক্তি আটক


581 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় ৪ হাজার জাল টাকাসহ এক ব্যক্তি আটক
জুলাই ১৭, ২০১৫ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে বাপ্পা, দেবহাটা :
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার থেকে ৪ হাজার জাল টাকাসহ শফিকুল ইসলাম (৩৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
দেবাহটা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি আজিজুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পারুলিয়া বাজার থেকে জাল টাকার ব্যবসায়ি শফিকুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। সবই ১০০ টাকার নোট। সে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন যাবত সে জাল টাকার ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে দেবহাটা থানার এএসআই মাইনুল হাসান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।