
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী পহেলা বৈশাখ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি সভা বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। সভায় উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন-অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, প্রধান শিক্ষক অনুপ কমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সভায় পহেলা বৈশাখে র্যালী, পান্তা ইলিশ সহ সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহাসিক মুজিবনগর দিবসটি যথাযথভাবে পালনে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।