
আলতাফ হোসেন বাবু :
সাতক্ষীরার দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন দানবীর হাজী মুহাম্মদ মোহসীন স্বর্ণপদক-২০১৫ লাভ করেছেন। বাশিসাসপ প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক সৈয়দুন নেছা মাওলা ও বাংলা সাহিত্যের যুগপ্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক দেয়া হয়।
বাংলাদেশ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ(বাশিসাসপ) ও ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন (ডিআরএফ)’র আয়োজনে এবং বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা সাংস্কৃতিক সংসদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা খান ফাউন্ডেশন এবং সার্ক ফ্রেন্ডশীপ সোসাইটির সহযোগিতায় গত শুক্রবার ঢাকার হাতিরপুল নাহার প্লাজা পামপি চাইনজের হল রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, সুনামগঞ্জ, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার জেলার নির্বাচিত ১৩ জন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মাহবাবুব আলম খোকন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে সমাজসেবা মূলক কর্মকন্ডে বিশেষ অবদান রাখায় তাকে দানবীর হাজী মুহাম্মদ মোহসীন স্বর্ণপদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের হাতে সম্মাননা ক্রেস্ট এবং সনদ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মঈনুদ্দি কাজল। প্রধান আলোচক হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি চলচ্চিত্রকার সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, নাট্যকার ও চলচ্চিত্রকার মুক্তিযোদ্ধা সিরাজ হায়দার উপস্থিত ছিলেন।