
আর.কে.বাপ্পা, দেবহাটা।।
দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ শুক্রবার থেকে ইজিবাইকে মাইকিং করে দেবহাটাবাসীর দ্বারে দ্বারে। দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জি এম স্পর্শ এসময় সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা সচেতনতার কথা বলেন এবং নামাজের টুপি ও মাক্স উপহার দেন। এসময় উপস্হিত ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সদস্য প্রশান্ত সরকার, তপু মন্ডল, ঠাকুর, বাপ্পি, অভি ও দিপ্তিময়। জি এম স্পর্শ বলেন, ঈদের শুভেচ্ছা বার্তা নিয়ে আমার জনগনের পাশে যাওয়ার শান্তিটা আলাদা। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি দেবহাটাবাসীসহ দেশের সকল জনগনকে ইদুল আযহার উছিলায় ভালো করে দিন।সকলকে তিনি এসময় তার পক্ষ থেকে ঈদ মোবারক জানান।