
আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা থানার নতুন ওসি হিসেবে বিপ্লব কুমার সাহা যোগদান করেছেন। শনিবার রাতে তিনি দেবহাটা থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। বিপ্লব কুমার সাহা খুলনার আযম খাঁন কমার্স কলেজ থেকে পড়াশুনা শেষ করে ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে ২০১২ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। পরে তিনি কালীগঞ্জ থানা থেকে নড়াইলের লোহাগড়া থানার তদন্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ওসি হিসেবে যোগদান করে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করে দেবহাটা থানায় যোগদান করেছেন। ওসি বিপ্লব কুমার সাহা ব্যক্তিগত জীবনে ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক। সোমবার বিকালে তিনি দেবহাটায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, সাংবাদিকদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক নির্মল কুমার মন্ডল, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক আব্দুর রব লিটু, সাংবাদিক কে.এম রেজাউল করিম, আকতার হোসেন ডাবলু, এমএ মামুন, আজিজুল হক আরিফ, আবু সাঈদ, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি সুজন ঘোষ, লিটন ঘোষ বাপী, আরাফাত হোসেন লিটন, দিপঙ্কর বিশ^াস, সজল ইসলাম। এসময় ওসি বিপ্লব সাহা দেবহাটা থেকে সকল প্রকারের মাদক, জঙ্গীবাদ, নাশকতাকারী সহ সকল প্রকারের অন্যায় অপকর্ম দূর করতে তার দৃড়তার কথা উল্লেখ করে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। অন্যায়কারী যেই হোক না কেন কাউকে কোন ছাড় দেয়া হবেনা বলে ওসি জানান।