
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা থানার নবনির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। তিনি থানা ভবনের নবনির্মিত ১ম তলার ছাদ ঢালাইয়ের পূর্বে কাজের মান পরিদর্শন করেন।
সূত্র মতে জানা গেছে, দেবহাটা থানার পূরানো ভবনটি জনাজীর্ন হয়ে পড়লে সরকারের উচ্চ মহলের নির্দেশনার আলোকে দেবহাটা থানা ভবনটি ভেঙ্গে নবনির্মিত ভবনটি করার সিদ্ধান্ত গ্রহনের করা হয়। গত ২ মাস পূর্বে নতুন থানা ভবনের কাজ শুরু করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থায়নে ৬ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে পিডাব্লিউডির তত্ত্বাবধানে যশোরের রুপতলী বিল্ডার্স এই কাজটি বাস্তবায়ন করছে। বুধবার থানা ভবনের কাজটি পরিদর্শনের সাতক্ষীরার এডিশনাল এসপি মোদদাছছের হোসেনের সাথে সাতক্ষীরা গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফ্রান্সিস আশীষ ডি. কস্তা ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি আজিজুল হক, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, রুপতলী বিল্ডার্সের স্বত্তাধিকারী সিমুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছিলেন। এডিশনাল এসপি এসময় কাজের মান নিশ্চিতকল্পে সুন্দরভাবে সিডিউল অনুযায়ী কাজ করার জন্য নির্দেশনা দেন।