
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ফরহাদ হোসেন মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দেবহাটা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। আসন্ন ইউপি নির্বাচনে তিনি ইউপি সদস্য প্রার্থী হিসেবে এলাকার মানুষের সাথে মিশে কাজ করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেম্বর নির্মল কুমার মন্ডল মেম্বর থাকাকালীন কাবিখার গম, বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে টাকা, রাস্তা বানানোর নাম করে গাছ বিক্রি করে নিজে আত্মসাৎ করেছেন। নানাপ্রকার দূর্নীতি ও অনিয়মে জড়িয়ে নির্মল কুমার ইতিমধ্যে জনপ্রিয়তা হারিয়েছে। ফরহাদ বলেন, গত কয়েকদিন আগে তিনিসহ কয়েকজন সমর্থক ভোটের ক্যাম্পিং শেষ করে কামটা বটতলায় আসলে নির্মল মন্ডল ইচ্ছাকৃতভাবে মোটর সাইকেল তার এক কর্মীর গায়ে তুলে দেয়। এসময় ঐ কর্মী প্রতিবাদ জানালে নির্মল কুমারের সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর চড়াও হয়ে মারধর করে। এতে তার দুই কর্মী ৬নং ওয়ার্ড আঃলীগের সাধারন সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগের কর্মী গুরুতর জখম হয়ে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরবর্তীতে নির্মল মন্ডল নিজে বাচতে ঘটনার কয়েক ঘন্টা পর আব্দুর রফিক নামে একজনকে হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, নির্মল কুমার গত ১৪ মার্চ সাংবাদিক সম্মেলন করে যে কথা বলেছেন সেটা মিথ্যা, বানোয়াট ও কল্পনাপ্রসূত বক্তব্য। এলাকার মানুষের স্বতঃফূর্ত সমর্থনে তিনি নির্বাচন করছেন এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হিসেবে তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিশ্বাসী। তিনি প্রকৃত ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।