
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা উপজেলা সদরের ফুটবল মাঠে সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা শিক্ষা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল হক। প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর গাজী। বিশেষ অতিথি ছিলেন আঃলীগ নেতা আব্দুর রউফ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ। খেলার শুরুতে গোপাখালী ও ঘলঘলিয়া এবং দেবহাটা মডেল ও শুশীলগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা উভয় খেলায় দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
এছাড়া গোপাখালী বঙ্গমাতা এবং ঘলঘলিয়া বঙ্গবন্ধু খেলা জয়লাভ করে। খেলায় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্ট হতে ছাত্র-ছাত্রীদের আহবান জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ঠিক থাকে। এছাড়া খেলাধুলার মাধ্যমেই অতি দ্রুত বিশ্বের দরবারে পরিচিতি লাভ করা যায়। উদাহরন হিসেবে আমাদের সাতক্ষীরার তারালীর কৃতি সন্তান মোস্তাফিজের নাম উল্লেখ করে বলেন, সে এখন আর সাতক্ষীরার নয় আমাদের দেশের সম্পদ। মোস্তাফিজ এখন বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিষ্ময়কর খেলোযাড় হিসেবে পরিচিত।