দেবহাটা বিজিবি ক্যাম্পে মৎস্য পোনা অবমুক্ত ও গাছের চারা রোপন


484 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটা বিজিবি ক্যাম্পে মৎস্য পোনা অবমুক্ত ও গাছের চারা রোপন
আগস্ট ৯, ২০১৫ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা দেবহাটা :
সাতক্ষীরার দেবহাটা বিজিবি ক্যাম্পে মৎস্য পোনা অবমুক্ত ও গাছের চারা রোপন করা হয়েছে। সাতক্ষীরার নীলডুমুর ৩৪ বিজিবির খানজিয়া কোম্পানীর আওতায় সকল বিজিবি ক্যাম্পের পাশাপাশি দেবহাটা বিজিবি ক্যাম্পের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরন এবং ক্যাম্পের অভ্যন্তরে রবিবার সকাল ১০ টায় এক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হয়। এসময় খানজিয়া বিজিবি কমান্ডার সুবেদার মুজিবুর রহমান, দেবহাটা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হাকিম, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, দেবহাটা ইউপির সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লালবানু বকুল, সাংবাদিক হারুন-অর রশিদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজিবি কমান্ডার জানান, বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ দেশ গড়ার প্রত্যয় এবং মৎস্য পোনা অবমুক্তকরনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের প্রত্যয়ে বিজিবির পক্ষ থেকে এই কর্মসূচী পালন করা হচ্ছে। তিনি জানান, বিজিবি হেড কোয়ার্টারের পাশাপাশি বিজিবির প্রতিটি ক্যাম্পে মৎস্য পোনা অবমুক্তকরন এবং গাছের চারা রোপন করা হচ্ছে।