
আর.কে.বাপ্পা দেবহাটা :
দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিবিএমপি ইনষ্টিটিউশান (মডেল) হাইস্কুলে বৃহষ্পতিবার সকাল ১০ টায় স্কুল মিলনায়তনে ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি ও মেধা যাচাই পরীক্ষা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। স্কুলটি সরকারীকরনের লক্ষ্যে তালিকাভুক্ত হওয়ায় বিগত ২ বছর যাবত উক্ত ভর্তি ও মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। শিক্ষা মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য পরীক্ষার কোন বিকল্প নেই সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মদন মোহন পাল জানান, বিভিন্ন এলাকা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে মেধা যাচাইপূর্বক ক্রম অনুযায়ী ভর্তি করা হবে। তিনি জানান, ৫০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নে গনিত, বিজ্ঞান ও সাধারন জ্ঞান অর্ন্তভূক্ত ছিল। অবিলম্বে ফলাফল ঘোষনা করে ভর্তি করা হবে বলে জানা গেছে। পরীক্ষা পরিচালনা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক গৌর চন্দ্র ঘোষ, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান ও শিক্ষক চিরঞ্জিব ঘোষ।