
আর.কে.বাপ্পা দেবহাটা :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালী জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিষ্মরনীয় দিন। সেইদিনটিকে স্মরন করে দেবহাটা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে দেবহাটায় যথাযথ মর্যাদায় বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৭ টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন। পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টি, দেবহাটা কলেজ, দেবহাটা বিবিএমপি (মডেল) হাইস্কুল, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠন। পরে সকাল সাড়ে ৮ টায় দেবহাটা ফুটবল মাঠের মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ রুহুল হক এমপি। তিনি এখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বিজয় দিবসের আদর্শে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে একটি রাজাকারমুক্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সকলকে একযাগে কাজ করার আহবান জানান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া দুপুর ১২ টায় দেবহাটা পুটবল মাঠের মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্দা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আঃলীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, বীর মুক্তিযোদ্ধা স.ম আশরাফ আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী। এসময় উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ও সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকালে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।