
আর.কে.বাপ্পা, দেবহাটা :
৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নীলডুমুর এর অধীনস্থ দেবহাটা বিওপির বিপরীতে বিএসএফ ব্যাটালিয়নের সাথে ভারতের হাসনাবাদ ক্যাম্পে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় তা অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষে পরিচালক লেঃ কর্ণেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ এর নেতৃত্বে ০৩ জন স্টাফ অফিসারসহ বিভিন্ন পদবীর ০৯ জন এবং ৩ বিএসএফ ব্যাটালিয়ন, টাগোরভিলা, কলকাতা এর কমান্ড্যান্ট শ্রী কে এম প্রাসাদ এর নেতৃত্বে ০২ জন ষ্টাফ অফিসারসহ বিভিন্ন পদবীর ০৮ জন বিএসএফ সদস্য অংশগ্রহণ করেন। বৈঠক সূত্র জানায়, সভায় ৩৪ বিজিবির অধিনায়ক কৈখালী বিওপি হতে কাঁচিকাটা পর্যন্ত বিজিবি-বিএসএফ যৌথভাবে নৌকাযোগে টহল করার বিষয়ে পয়েন্ট উত্থাপন করেন। প্রতিউত্তরে কমান্ড্যান্ট, ৩ বিএসএফ ব্যাটালিয়ন এ বিষয়ে একমত পোষণ করেন। এছাড়াও উক্ত সভায় উভয় পক্ষের সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।