
কপিলমুনি প্রতিনিধি ::
দেলুটিতে একটি বাড়ি একটি খামারের হাঁস নিধনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ, দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রামের অমল মন্ডলের স্ত্রী অঞ্জলী মন্ডল সরকাররের একটি বাড়ি একটি খামার প্রকল্প হতে ২০ হাজার টাকা ঋন নেন। সেই টাকা হতে অঞ্জলী ৫০ টি পাতি হাঁস ক্রয় করে পালন করছিলেন কিন্তু একই এলাকার হিমান্ত হালদার ও তার পিতা প্রতুল হালদার মঙ্গলবার ১০ টি হাঁস নিধন করে গায়েব করেছে, আর একটি হাঁস অমল মন্ডল মরা অবস্থায় উদ্ধার করেছেন।
অমল অভিযোগে আরো বলেন, বিষয়টি আমি স্থানীয় ওয়ার্ড মেম্বর কে জানিয়েছি। অসহায় অমল প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। অভিযুক্ত হিমান্ত হালদার বলেন, আমার ফসলের ক্ষতি সাধন করায় আমি ১ টি হাঁস মেরেছি, তবে ১০টি হাঁস মারার অভিযোগ সঠিক নয়’।
এবিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর আশিষ হালদার বলেন, বিষয়টা আমাকে জানিয়েছে বসাবসির মাধ্যমে আমি মিমাংসা করার চেষ্ট করবো’।
##