দেশে করোনায় মৃত্যু ৩৫০০ ছাড়াল, নতুন শনাক্ত ২৯৯৫


349 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেশে করোনায় মৃত্যু ৩৫০০ ছাড়াল, নতুন শনাক্ত ২৯৯৫
আগস্ট ১২, ২০২০ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ জনে। আর নতুন করে ২ হাজার ৯৯৫ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে। এখন পর্যন্ত মারা গেলেন ৩ হাজার ৫১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৯৯৫ জনের করোনা শনাক্ত করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৯ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।