
মাহফুজুর রহমান মধু,পাটকেলঘাটা :
দেশ ও জাতির উন্নয়নে আমাদের সরকার কাজ করে চলেছে। মানুষের দোরগোড়ায় সেবা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র মানুষ যে সেবা গ্রহন করেছে সেটা বর্তমান সরকারের একটা বিরল সাফল্য মঙ্গলবার বিকাল ৪টায় তালা উপজেলায় পাটকেলঘাটা কুমিরা ইউনিয়ন পরিষদে তথ্য ডিজিটাল সেবা কেন্দ্র পরিদর্শনে গনপ্রজান্ত্রীর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজবী এ কথা কথা বলেন।
ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ্র পরিদর্শনে বিভিন্ন বিষয়ে আইটি বিষয়ে খোজ খবর নেন ড. গওর রিজবী । এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহববুুুর রহমার ,এটু-আইয়ের প্রকল্পের ক্যাপাসিটি ডেভলপমেন্ট স্পালিস্ট মানিক মাহমুদ, ৪নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ,উপধাক্ষ্য শেখ শহিদুল ইসলাম, অধ্যাপক দেবজিৎ্র মিত্র , আসাদুল হক ড. রবিউল , অরুন বিশ্বাস, সাংবাদিক রিপন হোসাইন, সচিব খালিদ হাসান, ।
তুলবেন।