
কলারোয়া(সাতক্ষীরা) থেকে কে এম আনিছুর রহমান ॥
সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক দৈনিক দৃষ্ঠিপাতের উপজেলার কেঁড়াগাছি প্রতিনিধি খালেকুজ্জামান পল্টু ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসভবন উপজেলার কেঁড়াগাছি গ্রামে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০)। মরহুম ওই গ্রামের মৃত আলহাজ্ব ওয়াজেদ আলী সরদারের বড় ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস,হার্ডসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ি মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। জানাযা পরিচালনা করেন কেঁড়াগাছি জামে মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ,সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সভাপতি গোলাম রহমান,সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, এম এ সাজেদ, অবসর প্রাপ্ত শিক্ষক মরহুমের বোন জামাই শের আলী,শরিফুল ইসলাম, আ’লীগ নেতা আবজাল হোসেন হাবিল, মারুফ হোসেন, আশিকুর রহমান মুন্না, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।