দৌলতপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


287 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দৌলতপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মার্চ ২৪, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামে এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

নিহত এনামুল কাজী (৫৫) ওই গ্রামের সমসের কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এনামুল কাজী রাতের খাবারের পর বাড়ির পার্শ্ববর্তী মৌবাড়িয়া পাঁচরাস্তার মোড়ে চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনোয়ার বলেন, মৌবাড়িয়া ঈদগাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এনামুল কাজীর ওপরে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। তবে শনিবার সকাল ১১টা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।