
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক ;
দক্ষিণ কোরিয়ার একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে জীবিত করা হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার দেশটির কোস্টগার্ড এ কথা জানায়। খবর এএফপির।
খবরে বলা হয়, ডলফিন নামের ৯ দশমিক ৭৭ টন ওজনের মাছ ধরার নৌযানটি গতকাল শনিবার রাতে চুজা দ্বীপের কাছে হারিয়ে যায়। আজ রোববার সকালে একটি দ্বীপের কাছে নৌযানের ভগ্নাংশ পাওয়া গেছে।
কোস্টগার্ড জানিয়েছে, এই ঘটনায় তিনজনকে জীবিত এবং আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌযানটিতে কতজন ছিল তা জানা যায়নি। নিখোঁজদের তল্লাশি করতে বেশ কয়েকটি জাহাজ মোতায়েন করা হয়েছে। ডুবুরিরা পানির নিচে তল্লাশি চালাচ্ছে।
জীবিত উদ্ধার হওয়া একজন জানান, শক্তিশালী ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।—সুত্র:-আমাদের সময়।