
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটার নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সভাপতি মুজিবর রহমানকে সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে গাজীরহাট মৎস্য সেড কমিটির অফিস কক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীরহাট মৎস্য আড়তদার সমিতির আয়োজনে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীরহাট মৎস্য আড়তদার সমিতির সভাপতি রওনাকুল ইসলাম বাবু। প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আ‘লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। গাজীরহাট মৎস্য আড়তদার সমিতির সাধারন সম্পাদক আহম্মাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাজীরহাট মৎস্য আড়তদার সমিতির সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল করিম, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, ইউপি সদস্য নুরুজ্জামান, সহ-সভাপতি আইজউদ্দীন মোড়ল, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, সদস্য আবু তৈয়েব খাঁন, অজয় কুমার ঘোষ, সেলিম হোসেন, ক্রেতা সমিতির সভাপতি হরেকৃঞ্চ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এলাকার উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট উল্লেখ করে বলেন, ইউনিয়ন তথা উপজেলার সকল সেক্টরের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছে। তিনি গাজীরহাট মৎস্য সেডের সার্বিক উন্নয়নে তিনি কাজ করবেন বলে সকলকে জানান। এসময় গাজীরহাট মৎস্য আড়তদার সমিতির সকল সদস্যবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।