
মোঃআশিকুর রহমান ::
শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের অসংখ্য পরিবার আকস্মিক কাল বৈশাখীর করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তাৎক্ষণিক ভাবে ছুটে যান- ১০নং আটুলিয়া ইউপি চেয়ারম্যান জনাবঃ আবু সালেহ বাবু, ইউপি সদস্য সাইফুল আলম।
ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩নং ওয়ার্ডের -আব্দুল হক সরদার,আব্দুল কাদের সরদার,নুর ইসলাম গাজী, নুরুল হক গাজী, হাফিজা খাতুন,২ নং ওয়ার্ডের-শহিদুল ইসলাম উল্লেখযোগ্য।
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মাননীয় জাতীয় সংসদ সদস্য- এস এম জগলুল হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা -আবু সায়েদ মোঃ মনজুর আলম মহোদয়ের সহযোগিতা কামনা করেন এলাকার সচেতন মহল!