
নবজীবনের উদ্যোগে ও সার্বিক সহযোগীতায় অসহায় ও এতিমছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নলতা সমাজ উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনউদ্দীন হাসান। সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, ৬নং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নবজীবনের নির্বাহী পরিচারক তারেকুজ্জামান খান ও কাটুনিয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ অলিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি অসিত কুমার সরকার, নবজীবন ইনাসটিটিউটের সহকারী প্রধান শিক্ষক ফায়েজা খাতুন, নবজীবন স্পন্সরশীপ ও প্রোগ্রাম সেকশসের সহকারী ব্যবস্থাপক মল্লিক মোস্তফা নাহিদ হাসান, নলতা রেডিও’র সেলিম শাহারিয়ার, প্রধান শিক্ষক আশরাফ হোসেন, শিক্ষক প্রভাত চক্রবর্তী প্রমুখ। নলতা করিম সুপার মার্কেটে শতাধীক ছাত্র-ছাত্রীদের মধ্যেনগদটাকাসহস প্যকেজ ইপকরণ বিতরণ করাহয়।এর মধ্যে রয়েছে খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, টুথ ব্রাশ, টুথ পাউডার, বিউটি সাবান, ডিটারজেন্ট, বিস্কুট, জ্যামিতি বক্স স্কুল ড্রেস, ও স্কুল ব্যাগ। প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা নির্বহী কর্মকর্তা মাঈনউদ্দীন হাসান বলেন বিভিন্ন কারণে এবং আর্থীক অস্বচ্ছলতার কারণে প্রান্তিক এলাকার অনেক শিশু শিক্ষা বঞ্চিত হচ্ছে। সরকারের বহুমুখি প্রচেষ্টার পাশাপাশি সাতক্ষীরার ঐতিহ্যবাহী বেসরকারী উন্নয়ন সংগঠন নবজীবন অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের লেখাপড়া অব্যাহত রাখতে যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন তা অবশ্যই প্রশংসার দাবীদার। দেশ ও জাতীর উন্নয়নে এ ধরণের শিক্ষা কার্য্যক্রম অব্যাহত রাখতে তিনি নবজীবনের কর্মকর্তাদের আন্তরিক সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠান শেষে এক মধ্যহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও গন্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন ।
প্রেস বিজ্ঞপ্তি