
আব্দুর রহমান মিন্টু : নবজীবনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পলাশপোলস্থ নবজীবন ইন্সটিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মহাসিন আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ, ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, নবজীবনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত ) তারেকুজ্জামান খান, পৌর কাউন্সিলর জ্যোৎনা আরা, অধ্যক্ষ শেখ রফিকুর ইসলাম, শিক্ষক আব্দুর হান্নান প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাও: শহিদুর ইসলাম। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।