
রাহাত রাজা: নবজীবনের উদ্যোগে গতকাল দরিদ্র এবং অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে । বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং নবজীবনের সার্বিক সহযোািগতায় শহরের বিভিন্ন এলাকা থেকে আগত ২০ জন দরিদ্র এবং অসহায় মহিলাদের চার মাস প্রশিক্ষন শেষে তাদের প্রত্যেকের মধ্যে সেলাই মেশিন ও বিভিন্ন উপকরন বিতরন করা হয়। নবজীবন কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা শেষে গতকাল সকাল ১১টায় বিনামুল্যে এই সেলাই মেশিন বিতরন করা হয় । নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, নবজীবনের প্রশাসনিক কর্মকর্তা শেখ মেহেরুল আলম মনি , নবজীবনের পরিচালক (প্রোগ্রাম) মনিরুজ্জামান সিদ্দিকী । প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী বলেন সমাজে অসংখ্য অসহায় নারীরা নানাভাবে নির্যাতিত ও অসহায় জীবনযাপন করছে । তাদের অবস্থার উন্নতি ঘটাতে হলে অবশ্যই কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে হব্ ে। প্রশিক্ষন শেষে মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন সে ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপুর্ন এবং প্রশংসনীয় ভুমিকা রাখবে উল্লেখ করে তিনি নবজীবনের মহতী উদ্যোগের পাশাপাশি সরকারী এবং অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থাকেও এগিয়ে আসার আহবান জানান। নিজের কাজের সাথে সাথে পরিবারের অন্যান্য সদস্যদেরও সেলাই কাজের প্রশিক্ষনের পরামর্শ দেন । অনুষ্ঠানটি পরিচালনা করেন নবজীবন স্পন্সরশীপ ও প্রোগ্রাম সেকশনের সহকারী ব্যবস্থাপক মল্লিক মোস্তফা নাহিদ হাসান এবং সহযোগিতা করেন নবজীবনের দর্জি প্রশিক্ষক রওনক সুলতানা ।