
নবজীবনের উদ্দোগে ২৫মার্চ গনহত্যা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১১টায় নবজীবন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুর্য্যরে আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মীর ফখরউদ্দীন আলী আহমেদ,শিক্ষক সমীর কুমার ঘোষ,শেখ বোরহান উদ্দীন,দেবদাস মাঝি,আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন আজ জাতীয় গণহত্যা দিবস, মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। একাত্তরের অগ্নিঝরা ২৫ মার্চের এইদিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, বীভৎস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। এ রাতে বর্বর পাকবাহিনী ‘অপারেশন সার্চলাইট’র নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা। দিবসটি গত বছর থেকে জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে ।একাত্তর সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। রাত সাড়ে ১১টায় ক্যান্টনমেন্ট থেকে বের হলো নরঘাতক কাপুরুষ সেনাবাহিনী। ছড়িয়ে পড়ে মৃত্যুক্ষুধা নিয়ে শহরময় চালায় ‘অপারেশন সার্চলাইট’। আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল অত্যাধুনিক রাইফেল, মেশিন গান ও মর্টার। নিরীহ মানুষের আর্তনাদে ভারী হলো রাতের বাতাস। মুহুর্মুহু গুলিবর্ষণের মাধ্যমে পাক জল্লাদ বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হয় বর্বরোচিত নিধনযজ্ঞ আর ধ্বংসের উন্মত্ত তান্ডব। হকচকিত বাঙালি কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়লো মৃত্যুর কোলে।তাই দিনটি জাতীয় গণহত্যা দিবস, মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন হিসাবে আখ্যায়িত হয়েছে।এছাড়াও প্রধান অতিথি বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান তার জীবনের অনেক লোমহর্ষক এবং হৃদয় বিদারক স্মৃতিকথা তুলে বক্তব্য রাখেন। আলোচনাসভায় অতিথি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবজীবন ইন্সটিটিউট এবং নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
প্রেস বিজ্ঞপ্তি