নবজীবনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


397 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
নবজীবনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মার্চ ১৭, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহিম ::
নবজীবন-এর উদ্দ্যোগে বর্নাঢ্য র‌্যালী, কেক কাটা, ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নবজীবন ইনস্টিটিউট ও পলিটেকনিক ইনস্টিটিউটের এর উদ্দ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবজীবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয় । পরে সকাল ১১টায় নবজীবন প্রাঙ্গনে আনন্দঘন পরিবেশে কেক কেটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। নবজীবনের পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, শেখ তহিদুর রহমান ডাবলু, সৈনিক লীগ সভাপতি মাহমুদ আলী সুমন, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মোল্যা, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সকল অতিথি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।