
স্টাফ রিপোর্টার ::
নবজীবনের পক্ষ থেকে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রোববার বিকালে নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সাথে নবজীবনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাণ ও সৌজন্য সাক্ষাত করেন।এসময় অতিঃ জেলা প্রশাসক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন শুনেছি বেসরকারী উন্নয়ন সংস্থা নবজীবন স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি প্রপ্তির লক্ষ্যে গভীর নলকুপ স্থাপন,বিনামুল্যে বেকার ও অসহায় নারীদের সেলাই প্রশিক্ষন.মেশিন প্রদান সহ নবজীবন ইনন্সটিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট নামে দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়াও নবজীবন বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। তিনি বলেন নবজীবন তার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি নবরুপে উদ্ভাসিত হোক এমনটাই আশা এবং প্রত্যাশা করি। এসময় নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর ফখরউদ্দীন আলী আহমেদ,শিক্ষক সমীর কুমার ঘোষ,দেব দাস মাঝি,মাতিনুল হামিদ, অছিউল আলম,ডি এম কামরুল ইমলাম,আশেকুজ্জামান খান উপস্থিত ছিলেন।
##