
শহর প্রতিনিধি ॥ নববর্ষ ব্যাডমিন্টন টূর্ণামে› ২০১৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় স্টেডিয়াম সংলগ্ন শিশু পার্ক চত্তরে ৪০ উর্দ্ধ ১৬ দলীয় ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি এ্যাড. মোঃ ওসমান আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী নূর আহমদ, ভোমরা সিএন্ডএফ এর সভাপতি নওশাদ দেলওয়ার রাজু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সাইদুর রহমান শাহিন। খেলাটি পরিচালনা করেন মোঃ সোহরাব হোসেন ও আরশাদ আলী। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা। এছাড়া জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কৃতি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।