
সোহরাব হোসেন সবুজ, নলতা :
নলতার বিশিষ্ট সমাজ সেবক, বন্ধুসুলভ ব্যক্তিত্ব, সদালাপি মানুষ আফসার উদ্দিন মল্লিক আর নেই। শুক্রবার ভোর ৫টায় ১৫মিনিটে মাটিকোমরার বাসভবনে স্ট্রকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মাটিকোমরা গ্রামের মৃত: ডাঃ আবু নাসের মল্লিকের বড ছেলে বন্ধুসুলভ এই আফসার উদ্দিন মল্লিক মৃত্যুকালে ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। আফসার উদ্দিন মল্লিক মাটিকোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন এবং নলতা কে.বি আহছানউল্লা জুনিয়র হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাহী সদস্য সহ তিনি বহু সামাজিক সংগঠনের সাথে জডিত ছিলেন। শুক্রবার বাদ জুম’আ পাক রওজা শরীফে তাঁর নামাজে জানাযার পর মাটিকোমরাতে ২য় জানাযা হয়। জানাযার শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর হঠাৎ মৃত্যুতে পরিবার, বন্ধুমহলসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।