নলতায় আলোকিত মানুষ সেলিমউল্লাহ’র জানাজা ও দাফন সম্পন্ন


257 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
নলতায় আলোকিত মানুষ সেলিমউল্লাহ’র জানাজা ও দাফন সম্পন্ন
মে ১, ২০২৩ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সোহরাব হোসেন সবুজ ::

দেশের বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক, জেসন গ্রুপের চেয়ারম্যান, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের দীর্ঘ ১৯ বছরের প্রাক্তন সভাপতি এবং আহছানিয়া সেলিমউল্লাহ ক্যাডেট স্কুলের চেয়ারম্যান ও সভাপতি আলহাজ্ব মোঃ সেলিমউল্লাহ সাহেবের শেষ জানাযা অনুষ্ঠিত হয় সোমবার বাদ জোহর। নলতা শরীফ শাহী জামে মসজিদে বেলা ২টায় জানাযা শেষে তাকে দাফন করা হয় নলতা পীর পরিবারের কবরস্থানে। এর আগে ঢাকা সোবহানবাগ মসজিদ, ঢাকা আহছানিয়া মিশন ও তেজগাঁও জেসন গ্রুপের কার্যালয়ে এই আলোকিত মানুষের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এই সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী আলোকিত মানুষের মৃত্যুর সংবাদে সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
জানাজায় উপস্থিত হওয়া মরহুমের হাজার হাজার ভক্ত ও মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক (এমপি), আহবায়ক, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এবং মরহুমের একমাত্র সুযোগ্য সন্তান এনাম মল্লিক পরশ, পেশ ইমাম, খতিব সহ জামাতাবৃন্দ।

#