
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
কালিগঞ্জের নলতায় কে.বি মোবারক আলী প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক মেধা, ক্রীডা, সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়। স্কুল কমিটির সহ-সভাপতি আলহাজ্ব সাঈদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব আছাদুজ্জামান আছাদ। শিক্ষক জয়ন্ত কুমারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এস.এম আবু মাসুদ, মাঘুরালী সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সাইফুল্লাহ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবুর রহমান। আলোচনা সভার শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সংগীত ও নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন নলতা নবরাগ সাংস্কৃতিক একাডেমির পরিচালক সোহরাব হোসেন সবুজ, কিশোর কুমার হালদার, সঞ্জয় সরকার ও সাকিবুল ইসলাম সুজন। প্রতিযোগিতার শেষে বেলা ২টার দিকে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে স্কুলের পক্ষ থেকে পুরষ্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক তাপস ঘোষ, সুদর্শন বিশ্বাস, শরৎ পাল প্রমূখ। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠনে স্কুলের ছাত্রছাত্রী, সকল শিক্ষক, অভিভাবকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।