নলতায় চেয়ারম্যান পদে লড়ছেন দলীয়-২, সতন্ত্র-২ প্রার্থী


439 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
নলতায় চেয়ারম্যান পদে লড়ছেন দলীয়-২, সতন্ত্র-২ প্রার্থী
মার্চ ৪, ২০১৬ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সোহরাব হোসেন সবুজ, নলতা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জের ৬ নং নলতা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন চার প্রার্থী। এর মধ্যে দলীয় প্রতীকে ২ জন এবং সতন্ত্র থেকে ২ জনের মনোনয়ন চুড়ান্ত হয়েছে। দলীয় প্রতীকে প্রার্থীদের মধ্যে- আওয়ামী লীগ থেকে মনোনিত বর্তমান চেয়ারম্যান আসাদুর রহমান সেলিম নৌকা প্রতীক, বিএনপি মনোনিত নতুন চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুর রহমান পাড় ধানের শীষ, সাবেক চেয়ারম্যান মো. আনছার আলী সতন্ত্র থেকে আনারস এবং আব্দুল খালেক সরদার ঘোড়া প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।
প্রার্থীদের প্রতীক নির্ধারণের পর তারা আগামী ২২ মার্চ ইউপি নির্বাচনে জয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে যাচেছন ভোটারদের দ্বারে দ্বারে। ৪ জন প্রার্থী থেকে বেশি গণসংযোগে ব্যস্ততার চিত্র দেখা গেছে নতুন প্রার্থী মো. আজিজুর রহমান ও আসাদুর রহমান সেলিমকে। অন্য ২ প্রার্থীর ব্যপারে গুঞ্জন থাকলেও ততবেশি দেখা মিলছে না জনতার মাঝে। প্রার্থীরা সকলেই জয়ের ব্যপারে আশাবাদী। তবে এবার নির্বাচনে নলতা ইউপি’র নতুন প্রার্থী নিয়ে ভোটারদের মাঝে বেশ গুঞ্জন উঠেছে বলে জানা যায়।