
সুমন মুখার্জী ::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকার মানুষের জন্য কাজ করে। এজন্য আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশের মানুষ সুখে শান্তিতে থাকে। দেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। শনিবার বেলা আড়াইটায় কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন আয়োজিত ‘শিশু বিয়ে রোধ করি কৈশোর বান্ধব বাংলাদেশ গড়ি’ স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন নেটওয়ার্কের খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারজানা ব্রাউনিয়া’র সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। নিশ্চয়ই বাংলাদেশ একদিন উন্নত দেশ হবে। তোমরা কিশোর কিশোরীরা এদেশের ভবিষ্যৎ। আগামীতে তোমরাই এদেশের নেতৃত্ব দেবে। এসময় তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ ৫ স্বর্ণ কিশোরী তিশা সরকার, নজিফা, প্রান্ত, কেয়া ও শায়লা পারভীন তিথিকে ক্রেস্ট প্রদান করেন।
দিপ্তী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। এসময় সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীর-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসনের এমপি রিফাত আমিন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, খুলনার ডিআইজি দিদার আহম্মেদ, সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম, অফিসার ইনচার্জ সুবীর দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছয় কোটি আটত্রিশ লাখ টাকায় নির্মিত দেবহাটা থানা ভবন উদ্বোধন করেন এবং জেলা পুলিশ আয়োজিত সূধী সমাবেশে বক্তব্য রাখেন। বিকেলে তিনি দেবহাটা উপজেলার দেবীশহর ফুটবল মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন।
##