
সোহরাব হোসেন সবুজ, নলতা :
কালিগঞ্জের নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, সুফী-সাধক “স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” এ মহান ব্রত নিয়ে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর সহধর্মীনি পীর আম্মা মোছা. ফয়জুন্নেছার ৫১ তম বার্ষিকী কুলখানী সোমবার নলতা পীর আম্মার মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ও সকল আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় এবং নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী অনছারউদ্দিন আহমদ’র বিশেষ দিক নির্দেশনায় অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত পীর আম্মার কুলখানী অনুষ্ঠানের মধ্যে ছিল- সকাল ৬.৩০ মিনিটে চাঁদর পেশ, সকাল ৭টায় খতমে কোরআন, সকাল ৮টায় মিলাদ শরীফ ও মোনাজাত, সকাল ৮.৩৫ মিনিট থেকে ৯টা পর্যন্ত সকালের নাস্তার বিরতি, সকাল ৯.৩০ মিনিটে পাক রওজা শরীফে আলোচনা সভা ও মিলাদ শরীফ এবং দুপুর ১টায় তাবারুক বিতরণ।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ’র সভাপতিত্বে এবং মিশন কর্মকর্তা আলহাজ্জ আবুল ফজল শিক্ষক’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আলোচনা রাখেন আলহাজ্জ মাওলানা আবু সাঈদ, আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা, আলহাজ্জ মৌলভী মুনছুর আহমেদ। পীর কেবলা রচিত পুস্কক পাঠ করেন আলহাজ্জ মো. সাইদুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. খানজাহান আলী, মিলাদ শরীফ পরিচালনা করেন হাফেজ মো. হাবিবুর রহমান, হামদ পেশ করেন মো. রবিউল ইসলাম, না’তে রসুল পেশ করেন মো. নজরুল ইসলাম ও মো. জাহাঙ্গীর হোসেন এবং মুর্শিদী পেশ করেন মো. আনিছুর রহমান। কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ আব্দুল মজিদ, চৌধুরী আমজাদ হোসেন, মো. মালেকুজ্জামান, আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ, অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান মো. আনছার আলী, আলহাজ্জ রবিউল হক, মো. শফিকুল হুদা, আলহাজ্জ একরামুল রেজা, আলহাজ্জ ডা. আবুল কাশেম, আলহাজ্জ ডা. নজরুল ইসলাম, আলহাজ্জ মহাসিন হালদার, মো. আনোয়ারুল হক, মো. মুজিবর রহমান সহ অন্যান্য কর্মকর্তা, সখিপুর আহছানিয়া মিশনের সম্পাদক মো. আবু তালেব সহ বিভিন্ন ব্যক্তি ও অসংখ্য নারী-পুরুষ স্বেচ্ছাসেবকবৃন্দের সহযোগিতায় এবং প্রায় ১২ হাজার নারী ও শিশুর উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলনা আবু সাঈদ রংপুরী। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক পরিবেশন করা হয়।
##