
সোহরাব হোসেন সবুজ, নলতা :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জের নলতায় বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুর রহমানকে মনোনয়ন দিয়ে চুড়ান্ত করা হয়েছে। শনিবার বিকালে আজিজুর রহমান এ মনোনয়নপত্র হাতে পায়। জানা যায়, ৬ নং নলতা ইউপি নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান পদে বিভিন্ন গুঞ্জন ছিল। কিন্তু লিখিত মনোনয়নপত্র হাতে পাওয়ার পর দলীয় প্রার্থী হিসেবে আজিজুর রহমান এখন নির্বাচনে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছে। চেয়ারম্যান প্রার্থী আজিজুর একজন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী। এবং সে একজন বন্ধুসুলভ ব্যক্তিত্ব বলেই মনে করছে তার অনুসারি ভোটাররা। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ মনোনয়নপত্র গ্রহনের সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুর রহমান, থানা বিএনপি সভাপতি ও ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাস, নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক প্রভাষক ওলিউর রহমান, মৎস্য ব্যবসায়ী আনারুল ইসলাম, মো. ভুলু, ইয়াকুব আলী, আব্দুস সবুর, রবিউল ইসলাম, আইয়ুব হোসেনসহ দলীয় নেতা-কর্মী ও চেয়ারম্যান প্রার্থীর সফর সঙ্গীবৃন্দ। এসময় সকলের মধ্যে আনন্দের উচ্ছাছে মিষ্টি বিতরণ করা হয়েছে।