নলতায় ব্যাপকভাবে সরস্বতি পূজা উদযাপন


830 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
নলতায় ব্যাপকভাবে সরস্বতি পূজা উদযাপন
ফেব্রুয়ারি ১৩, ২০১৬ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

নলতা প্রতিনিধি:
কালিগঞ্জের নলতা কালীমাতা মন্দিরে এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যাদেবী স্বরস্বতি পূজা পালন হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিদ্যাদেবীর পূজার জন্য ভক্তবৃন্দ ভীড় জমায়। বেলা ১১ টায় লগ্ন অনুযায়ী দেবীর পূজার জন্য মন্দিরে ঠাকুরের সামনে ভক্তবৃন্দের সমাগম ঘটে। ২দিন পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে সন্ধায় হবে ধর্মীয় ও সংগীত সন্ধ্যা। মন্দির কমিটির এসব আয়োজনে হিন্দু ধর্মীয় লোকজনের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। সভাপতি নির্মল মন্ডল, সম্পাদক পুরঞ্জন স্বর্ণকারসহ শ্যামল, মিলন, পিন্টু, রাজু, তাপস পাল, উদয় পাল, মহাদেব দাশ, দিপক পাল, অবকাশ, অমিত পাল সহ অন্যান্যদের সহযোগিতায় সুষ্ঠুভাবে পূজার কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানা যায়। পূজার শেষে সকলের মাঝে প্রসাদ দেওয়া হয়।