
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ৩১ মার্চ শনিবার দেবহাটা ও কালিগঞ্জে ব্যাস্ত সময় পার করলেন। বেলা সাড়ে ১২ টায় দেবহাটায় প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত থানা ভবনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। পরে এক সুধি সমাবেশে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা: আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ লুৎফুল্লাহ, মহিলা সংসদ সদস্য রিফাত আমিন, খুলনা রেঞ্জের ডি আই জি দিদার আহম্মাদ, সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মাদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেলা আড়াইটায় নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন সমন্বয়ে গনসচেতনতা অভিযান খুলনা বিভাগ স্বর্ণ কিশোরী ইউনিয়ন কার্যক্রম ২০১৮ উপলক্ষে স্বর্ণ কিশোরী ক্রেস্ট প্রদানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি বলেন চ্যানেল আই এর উপস্থাপক স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের সিও ফারজানা ব্রাউন কিশোরীদের নিয়ে একটি অসাধারন কাজ শুরু করেছে। এই মেধাবীরা আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে, তিনি বলেন খুলনা বিভাগের ১০ টি জেলার স্বর্ণ কিশোরী মেয়েরা আজ নলতায় হাজির হয়েছে। এই স্বর্ণ কিশোরী চিন্তার ফসল ছিলো ডাঃ আ.ফ.ম রহুল হক এর। স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন আজ সফল হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে নেতৃত্ব আসবে তিনি আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আই স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের সিও ফারজানা ব্রাউন। অনুষ্ঠানে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও সুধি ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। পরে বেলা ৩ টায় স্বরাষ্ট্রমন্ত্রী নলতা খানবাহাদুর আহ্ছানুল্লাহ (রহঃ) পাক রওজা শরীফের মাজার জিয়ারাত ও নামাজ আদায় করেন। মাজার জিয়ারাতে দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা শাহী জামে মসজিদের ইমাম মাওঃ আবু সাঈদ। পরে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে দুপুরে আপ্যায়ন, বিকাল সাড়ে ৪ টায় দেবহাটা আওয়ামীলীগ দেবী শহর ফুটবল মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।