নলতায় সাপ্লাই পানির লাইন পরিস্কার কার্যক্রম শুরু


645 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
নলতায় সাপ্লাই পানির লাইন পরিস্কার কার্যক্রম শুরু
মার্চ ১৫, ২০১৮ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সোহরাব হোসেন সবুজ, নলতা ::
ঢাকা আহ্ছানিয়া মিশন ও কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের যৌথ ব্যবস্থাপনায় নলতা, মাঘুরালী, শানপুকুর, বাগনলতা, উত্তর নলতা, সোনাটিকারী সহ আশ-পাশের এলাকায় সুপেয় পানি সংকটের কারণে দীর্ঘ কয়েক বছর যাবৎ পরিচালিত হচ্ছে নলতা শরীফ রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্ক্রীম। নলতা সহ পার্শ্ববর্তী সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পরিচালনা কমিটির মাধ্যমে উক্ত সাপ্লাই পানির লাইন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিচালনা কমিটির সভাপতি হিসেবে পানির লাইন পরিস্কারের ব্যবস্থা, নতুন সংযোগ, বিচ্ছিন্নকরণ, গ্রাহকদের পানির সংকট সহ সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমেদ। এরই অংশ হিসেবে পূর্ব পরিকল্পনা মাফিক ১৩ মার্চ মাইকিং করে সাপ্লাই পানির লাইনের ৮শত গ্রাহককে অবহিতপূর্বক ১৪ মার্চ বুধবার সকাল থেকে ৪টি জোনের মোট ১৫ টি হাউজ এর মাধ্যমে সমস্ত পানির লাইন এর ময়লা ব্লিসিং সহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে পরিস্কার করা হয়েছে। যাতে নলতা মাদ্রাসার পার্শ্ববর্তী পানির প্রধান রিজার্ভ ট্যাংকি হতে শুষ্ক মৌসুমে মাঘুরালী সহ দূরবর্তী এলাকায় সাপ্লাই পানির প্রবাহ যথাসম্ভব ঠিক রাখা যায়। বুধবার সকাল থেকে সাপ্লাই পানির লাইন পরিস্কারকালে উপস্থিত ছিলেন পানির লাইন পরিচালনা কার্যক্রমের ব্যবস্থাপক গোলাম মোক্তাদির, পানির লাইন পরিচালনা কমিটির কর্মকর্তা তথা চারজন জোন কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন নলতা শরীফ টাউনপাড়া এলাকার জোন কর্মকর্তা মো. শফিকুল আনোয়ার রঞ্জু, মাঘুরালী জোন কর্মকর্তা সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিন, উত্তর নলতা জোন কর্মকর্তা মো. আনছার আলী (প্রাক্তন ইউপি চেয়ারম্যান), শানপুকুর জোন কর্মকর্তা মো. মোহর অলী শিক্ষক, পানির লাইনের স্টাফ মো. আরিফুল ইসলাম সহ স্ব স্ব এলাকার নারী-পুরুষ গ্রাহকগণ। উল্লেখ্য, প্রাপ্ত তথ্যানুসারে উক্ত সাপ্লাই পানির লাইন কার্যক্রম পরিচালনার প্রাথমিক পর্যায়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের পাশাপাশি অত্র প্রকল্পে অর্থায়ন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
##