
সোহরাব হোসেন সবুজ,নলতা :
কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পরিচালনায় খুলনা-৯৫০ এর আওতায় নলতায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধ কমিটি গঠন হয়েছে। কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্মিলিতভাবে এই কমিটির অনুমোদন দিয়েছে। সভাপতি শেখ আলীনুর হোসেন, সিনি: সহ-সভাপতি সুশীল দাশ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ- সাধারন সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক খোকন আমিন, কোষাধ্যক্ষ রমজান আলী, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম, কার্যকরী সদস্য হারুন অর রশিদ, ফারুক হোসেন, ও আব্দুস সালামসহ ১১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। এই কমিটি সাতক্ষীরা কালিগঞ্জ প্রধান সড়কের নলতার আশে পাশের এলাকা গুলোতে যাতে করে কোন প্রকার দূর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রেখে কাজ করবে, সড়ক থেকে ইঞ্জিন ভ্যান, সছিমন ইত্যাদি সরিয়ে সড়ক পরিষ্কার রাখবে এবং কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নকে সহযোগিতা করবে বলে জানা যায়।