নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি সেলিমউল্লাহ আর নেই


309 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি সেলিমউল্লাহ আর নেই
এপ্রিল ৩০, ২০২৩ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সোহরাব হোসেন সবুজ ::

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘদিনের সাবেক সভাপতি, মিশনের প্রায় ৫০ বছরের সেবক এবং দেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি জেসন গ্রুপের চেয়ারম্যান, নলতা আহছানিয়া সেলিমউল্লাহ ক্যাডেট স্কুলের সম্মানিত চেয়ারম্যান ও সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ আর নেই। তিনি গতরাত ২ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ বাদ জোহর ঢাকার সোবাহানবাগ মসজিদে এবং পরে ঢাকা আহ্ছানিয়া মিশনে নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার নলতা পাক রওজা শরীফের উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হবে এবং সেখানে নামাযে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এই সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী আলোকিত মানুষের মৃত্যুর সংবাদে সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

#