
সোহরাব হোসেন সবুজ, নলতা ::
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্র ও নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভ্যেনূতে শনিবার সকাল ১০টা থেকে বাংলা ১ম পত্র পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মূল কেন্দ্র ও ভ্যেনূতে ৮ টি বিদ্যালয়ের মোট ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৪৪ জন এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে কেন্দ্র সূত্রে জানা গেছে। রবিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে এসএসসি’র বাংলা ২য় পত্র পরীক্ষা। উভয় কেন্দ্রের প্রধান শিক্ষকের সন্তান পরীক্ষার্থী হওয়ায় নিয়ম অনুযায়ি তারা এবছর কেন্দ্রে দায়িত্বে না থাকায় নলতা মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ ঘোষ এবং নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভ্যেনূতে সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছে উত্তর কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো- নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়, কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়, উত্তর কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তারালী মাধ্যমিক বিদ্যালয় ও তারালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
এদিকে কেন্দ্র সচিব আলহাজ্জ মাওলানা শেখ শফিউল্লাহ হাবীবি জানান, ২ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে নলতা আহ্ছানিয়া দারুল-উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে স্বাগতিক মাদ্রাসা সহ মোট ১১টি মাদ্রাসার ২৬৩ জন পরীক্ষার্থী থেকে ১ম দিন কোরআন মজিদ ও তাজবীদ পরীক্ষায় উপস্থিত ছিলো ২৫৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ৯ জন। এদিয়ে নলতা কেন্দ্রে মোট ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ৩ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত হবে আরবী ১ম পত্র পরীক্ষা বলে জানা যায়।